Click here

Wednesday, January 24, 2024

মা ও নবজাতকের মৃত্যু একটি বিশেষ সমস্য এবং এর বেশিরভাগই প্রতিরোধ করা সম্ভব একটি সঠিক প্রসব পরিকল্পনার মাধ্যমে। দেখে নিন মাতৃমৃত্যু প্রতিরোধের অন্যতম উপায়গুলো 👇

 

✅ কমপক্ষে ৪ বার সময়মত ও মানসম্মত গর্ভকালীন সেবা
✅ প্রাতিষ্ঠানিক প্রসব
✅ প্রশিক্ষিত সাস্থকর্মী দিয়ে নিরাপদ প্রসব ও
✅ প্রসব পরবর্তী সেবা।
 

 

Monday, January 22, 2024

অনলাইনে নিরাপদ থাকার ৫টি টিপস জেনে নিন 👇

 

😨 ভয় বা দুশ্চিন্তা নিজের মধ্যে রাখবেন না
👩‍💻 আপনার প্রাইভেসি সেটিংস ঠিক ভাবে পরিচালনা করা শিখে নিন
👤 অপরিচিত মানুষদের থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করবেন না
✉️ অনলাইনে প্রাপ্ত চাকরির অফার এবং স্প্যাম ইমেইল সম্পর্কে সতর্ক থাকুন
🗣 গুজব ছড়াবেন না।
 

 

বাবা-মা এবং সন্তানের মধ্যে একটি শক্তিশালী বন্ধন শিশুদের জীবন পালটে দিতে পারে!

 

মজার কথোপকথন এবং সঠিক যত্ন শিশুদের ভবিষ্যতের সুখ আর সুস্থতার জন্য একটি শক্তিশালী ভিত্তি স্থাপন করতে পারে।
বিশ্বব্যাপী পরিবার-বান্ধব নীতি স্থাপন করার মাধ্যমে, ইউনিসেফ নিশ্চিত করে বাবা-মায়েরা যেন তাদের সন্তানদের প্রতি যথাযথ সময় এবং মনোযোগ দেয়ার সুযোগ পান।
 
 

 

Friday, January 19, 2024

এইচপিভি টিকাদান কর্মসূচী চলবে ৩১ জানুয়ারী পর্যন্

 ❕

⚠ এইচপিভি টিকা কি❓
✅ হিউমান পাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা মেয়েদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ করে।
✅ এই টিকা বিশ্বব্যাপী পরীক্ষিত, নিরাপদ ও কার্যকর।
✅ বাংলাদেশ সরকারের উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানে ৫ম থেকে ৯ম শ্রেণিতে অধ্যয়নরত ছাত্রী ও শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের এই টিকা বিনামুল্যে প্রদান করা হবে।
✅ এছাড়াও কিশোরীরা তাদের নিকটস্থ টিকাকেন্দ্রে যেয়ে এইচপিভি টিকা নিতে পারবে। 
 
 

 

মা ও নবজাতকের মৃত্যু একটি বিশেষ সমস্য এবং এর বেশিরভাগই প্রতিরোধ করা সম্ভব একটি সঠিক প্রসব পরিকল্পনার মাধ্যমে। দেখে নিন মাতৃমৃত্যু প্রতিরোধের অন্যতম উপায়গুলো 👇

  কমপক্ষে ৪ বার সময়মত ও মানসম্মত গর্ভকালীন সেবা প্রাতিষ্ঠানিক প্রসব প্রশিক্ষিত সাস্থকর্মী দিয়ে নিরাপদ প্রসব ও প্রসব পরবর্তী সেবা।